সর্বশেষ
Home » অন্যান্য » বিজিএমইএ’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এম মান্নান কচি

বিজিএমইএ’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এম মান্নান কচি

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ঢাকা উত্তর মহানগর মহাসচিব এস এম মান্নান কচি। বিজিএমইএ’র ২০২৪-২৬ সাল মেয়াদি নেতৃত্ব নির্বাচনে  শনিবার ঢাকা ও চট্টগ্রামে একযোগে ভোটগ্রহণ হয়। শনিবার মধ্যরাতে ভোট গণনা শেষে বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিনের নেতৃত্বাধীন নির্বাচন বোর্ড ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায়, সম্মিলিত পরিষদের দলনেতা এস এম মান্নান সর্বোচ্চ ১ হাজার ৫১০ ভোট পেয়েছেন।
বিজিএমইএর এবারের নির্বাচনে ৩৫টি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭০ জন প্রার্থী। তারা সম্মিলিত পরিষদ ও ফোরাম এই দুই প্যানেল থেকে নির্বাচন করেন। সম্মিলিত পরিষদের প্যানেল লিডার বা দলনেতা এস এম মান্নান, যিনি বর্তমানে বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি। আর ফোরামের প্যানেল লিডার ফয়সাল সামাদ। তিনি সংগঠনটির সাবেক সহসভাপতি।
বিজিএমইএর ২ হাজার ৪৯৬ জনের মধ্যে ২২২৬ জন ভোট দিয়েছেন। শনিবার সকাল ১০টায় নির্বাচন শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। বিজিএমইএ নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *