রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশে আশ্রয়দানকারীদের সহায়তায় ‘জয়েন্ট রেসপন্স প্লান’-এর অধীনে আরও ৮৫ কোটি ২৪ লাখ ডলার অর্থ সহায়তা দাবি করেছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) তার অন্য অংশীদারদের নিয়ে এই পরিকল্পনা চালু করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক বুধবার ব্রিফিংকালে এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, কক্সবাজারে এবং ভাষানচরে অবস্থানকারী প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং তাদেরকে আশ্রয়দানকারী প্রায় তিন লাখ ৪৬ হাজার মানুষকে সহায়তার জন্য এই পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে থাকবে খাদ্য, আশ্রয়, স্বাস্থ্যসেবা, পানযোগ্য পানির ব্যবস্থা, নিরাপত্তা সেবা, শিক্ষা, জীবনধারণের সুযোগ সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন। ইউএনএইচসিআর বলেছে, বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গাদের শতকরা ৯৫ ভাগ বসতবাড়িই ঝুঁকিপূর্ণ। তারা বেঁচে আছেন মানবিক সহায়তার ওপর। শরণার্থী শিবিরে অবস্থানকারীদের কমপক্ষে অর্ধেকের বয়স ১৮ বছরের নিচে। তারা সেখানে শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং জীবন ধারণের সীমিত সুযোগ পাচ্ছেন। ইউএনএইচসিআর বলেছে, এসব মানুষের শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ, জীবনধারণের সুযোগ সৃষ্টিতে বিনিয়োগে অবশ্যই অব্যাহতভাবে এগিয়ে আসতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে।