প্রায় ৬ বছরের বিরতির পর আবারো বড় পর্দায় ফিরতে যাচ্ছেন ছোট পর্দার প্রিয়মুখ তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’-এ দেখা যাবে তাকে। ২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু করেছিলেন তানিয়া বৃষ্টি। কিন্তু  চলচ্চিত্রে তেমন সাফল্য না পাওয়ায় ছোট পর্দায় নিয়মিত হন। তিনি। তার অভিনীত সবশেষ সিনেমা ‘গোয়েন্দাগিরি’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে।

 

আবারও বড় পর্দায় ফেরা সম্পর্কে তানিয়া বৃষ্টি বলেন, নাটকের ব্যস্ততার কারণে এতদিন সিনেমা নিয়ে ভাবছিলাম না। যদিও ভালো গল্প ও চরিত্র পেলে তিনি যে পর্দায় ফিরবেন- এমন আঁচও পাওয়া গিয়েছিলো তার আগের কথায়। অবশেষে ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে তার সেই অপেক্ষা শেষ হলো। এছাড়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। এটি একটি কোর্টরুম ড্রামা।

আবার এটি ক্রাইম থ্রিলারও। ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি নিয়ে রয়েছে প্রশ্ন রয়েছে সিনেমাটি ঘিরে। প্রসঙ্গত, সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি ছাড়াও এতে অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here