দেশে ডেঙ্গুর তাণ্ডব চলছেই। নভেম্বরেও ডেঙ্গুর চোখ রাঙানি থাকবে বলে আগেই সতর্ক করেছিলেন দেশের কীটতত্ত্ববিদরা। আর তাই সত্য হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের প্রাণ গেল ক্ষুদ্র এই প্রাণীটিতে। নভেম্বর মাসেই মারা গেছেন ১০৪ জন। আগের মাসে এই সংখ্যা ছিল ৮০ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮২ জনে। একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৬৩৬ জন ডেঙ্গু রোগী। নভেম্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৫৩০ জন এবং আগের মাসে এই সংখ্যা ছিল ২২ হাজার ৫২০ জন। 

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশারের সঙ্গে। তিনি মানবজমিনকে বলেন, নভেম্বরেও ডেঙ্গুর দাপট থাকার কথা বলেছিলাম। তাই হয়েছে। তিনি বলেন, এডিস মশার ঘনত্বের কারণে এটা হয়েছে। ডেঙ্গু ডিসেম্বরে কমবে। তবে বেশি কমবে না। এটা জানুয়ারি পর্যন্ত হিট করবে। এরপর কমবে। গত বছরের তুলনায় এ বছর মশার ঘনত্ব বেশি। আবার এ বছর রোগীও বেশি। তাদের গবেষণায় দেখা গেছে, আগস্ট-সেপ্টেম্বর-অক্টোবর এই তিন মাস ডেঙ্গুর সর্বোচ্চ ঝুঁকির সময় হিসেবে ধরা হয়। এবছর আক্রান্ত ও মৃত্যু তাই প্রমাণ করে। তিনি আরও বলেন, এডিস মশার ব্রিডিং সোর্স ধ্বংস করতে হবে। যেসব জায়গায় জনবলের ঘাটতি আছে তা মিটিয়ে মশা নিয়ন্ত্রণ জোরদার করতে হবে। জনসাধারণকে নিজের বাড়ি, বাড়ির আঙ্গিনায় পানি যাতে না জমে সেটি নিশ্চিত করতে হবে। মানুষকে সচেতন করতে হবে।  সরকারি কোনো উদ্যোগ দেখছেন কিনা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, খুলনা বিভাগে ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৮০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ২৫ জন। গত ১লা জানুয়ারি থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৯৪ হাজার ৪০২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী।   তথ্য মতে, সেপ্টেম্বরে  ডেঙ্গুতে মারা গেছেন ৭৬ জন, আগস্টে ৩৯ জন, জুলাই মাসে ৪১ জন, জুনে ১৯ জন, মে  মাসে ৩ জন, এপ্রিলে ৭ জন, ফেব্রুয়ারিতে ৩ জন এবং জানুয়ারিতে মারা গেছেন ১০ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে ১৭৫ জন, উত্তর সিটিতে ৬১ জন, বরিশাল বিভাগে ৪৭ জন, চট্টগ্রামে ৩১ জন, খুলনায় ১৩ জন, ময়মনসিংহে ২২ জন, রাজশাহীতে ১৭ জন এবং সিলেটে ২ জন মারা গেছেন ডেঙ্গুতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here