সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আগামীকাল শনিবার দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকাল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার। মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। উল্লেখ্য, সাড়ে তিন মাস কারাভোগের পর মুক্তি পেয়ে গত ৩রা মার্চ চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব।