সর্বশেষ
Home » বিশ্ব » ‘অন্য কোনও দল নয়, তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই’: দেব

‘অন্য কোনও দল নয়, তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই’: দেব

নির্বাচনী প্রচারে আত্মবিশ্বাসী পশ্চিমবঙ্গের ঘাটাল কেন্দ্রের তৃণমূলের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। ডেবরার একটি কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের তারকা প্রার্থীর মন্তব্য, ‘অন্য কোনও দল নয়, তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই।’ এর আগে নারায়ণগড়ের সভা থেকেও একই দাবি করেছিলেন তারকা প্রার্থী। এবার ডেবরা থেকেও এই দাবি জানালেন তিনি। এদিন ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরা বাজার থেকে ডেবরা অডিটোরিয়াম হল পর্যন্ত রোড শো করেন দেব। এ বারের নির্বাচনে প্রথমে ভোটে দাঁড়াতে রাজি হননি দেব। তার অন্যতম প্রধান কারণ ছিল ঘাটালে দলের একাংশের নেতাদের বিরুদ্ধে তার অভিযোগ৷ দলীয় অন্তর্দ্বন্দ্ব বন্ধ করা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে আশ্বাস পাওয়ার পরই ভোটে দাঁড়াতে রাজি হন দেব৷ ২০১৪ সালের লোকসভা ভোটে কেশপুর থেকে ১ লক্ষ ১৭ হাজার ভোটের ‘লিড’ পেয়েছিলেন তিনি । ২০১৯-এ ‘লিড’ হয় ৯২ হাজারের। ঘাটালের তৃণমূল প্রার্থী আশাবাদী, কর্মীরা ঐক্যবদ্ধ হলে তিনি কেশপুরের থেকে ডেবরা থেকে বেশি ‘লিড’ পাবেন। দেবের এই মন্তব্যকে হাতিয়ার করে অবশ্য তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়েননি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাঝ্যায়৷ তার অভিযোগ, এই মন্তব্য করে আসলে নিজের দলের নিচুতলার কর্মীদেরই অপমান করেছেন দেব৷ কয়েক মাসে বার বার ঘাটাল লোকসভার বেশ কিছু জায়গায় ক্ষোভের ছবি দেখা গেছে। লোকসভা ভোটের আগে সমস্যা মেটাতে তড়িঘড়ি পদক্ষেপ নিচ্ছে তৃণমূল।

অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গেই বাস্তবতা আঁচ করতে পারছেন দেব। তাই হয়তো ডেবরা অডিটোরিয়াম হলে ভরা সভায় দেব অক্লেশে বললেন, ‘সবাই নেতা হতে চান। কিন্তু একটা জিনিস বুঝেছি। বড় জিনিস হলো সম্মান। কর্মীরা সম্মান চান।’ এরপরই দেবের আশ্বাস, ‘আপনারা যা যা বলবেন, আমি তাই তাই করব। দলের জন্য আপনারা জীবন দিয়ে দিতে পারেন, এটা নিয়ে আমার কোনও প্রশ্ন নেই৷ মনে রাখবেন, দল থাকলে আমরা সবাই থাকব৷ দল জিতলে সবাই জিতব, দলের সম্মান আমাদের সম্মান৷ ২০১৯-এ কী হয়েছে ভুলে যান৷ যদি আমরা রাগ, অভিমান সব ভুলে গিয়ে লড়তে পারি তাহলে মনে হয় ডেবরা থেকে আমরা যা লিড পাব তা নিয়ে ভাবতে হবে না৷ ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *