বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চার দলীয় জোট সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে তখন তো জামায়াতের দুই নেতা মন্ত্রী ছিলেন, তারা তখন কেন পদত্যাগ করেননি।

মঙ্গলবার বিকালে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি দলটির বর্তমান অবস্থানের ওপর প্রশ্ন তুলে ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকারের অংশীদার থাকার বিষয়টি স্মরণ করিয়ে দেন।

 

তারেক রহমান বলেন, যে রাজনৈতিক দলটি এখন বিএনপির বিরুদ্ধে পালিয়ে যাওয়া স্বৈরাচারের মতো একই ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে, সেই দলেরও দুজন সদস্য বিএনপি সরকারের মন্ত্রিসভায় ছিলেন। তিনি প্রশ্ন তোলেন, বিএনপি যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হতো, তবে তারা কেন তখন পদত্যাগ করেননি? তিনি দাবি করেন, তৎকালীন দুই মন্ত্রী ভালোভাবেই জানতেন যে বেগম খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর ছিলেন এবং তার সময়েই দেশ দুর্নীতিমুক্ত হওয়ার পথে এগোচ্ছিল। জামায়াতের বর্তমান বক্তব্যকে তিনি নিজ সমর্থকদের সঙ্গে বড় ধরনের মিথ্যাচার হিসেবে অভিহিত করেন।

নির্বাচনী দিক-নির্দেশনা দিতে গিয়ে তিনি সমর্থকদের সতর্ক করে বলেন, এবার শুধু ভোট দিলেই হবে না, ভোটকেন্দ্র পাহারা দিয়ে ‘কড়াই-গণ্ডায়’ ফল বুঝে নিতে হবে। গত ১৫ বছর মানুষের ভোটের অধিকার না থাকায় নদী ভাঙন ও কর্মসংস্থানের মতো মৌলিক সমস্যার সমাধান হয়নি উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে জেলা পর্যায়ে কারিগরি ও আইসিটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাড়ানো হবে। কৃষিকাজের সুবিধার্থে দেশব্যাপী খাল খনন কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন। এছাড়া মসজিদ-মাদ্রাসার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য উন্নত প্রশিক্ষণ ও বিশেষ সম্মানীর পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান।

জনসভায় তারেক রহমান ময়মনসিংহ বিভাগের আওতাধীন ২৪ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে পরিচয় করিয়ে দেন। এই জনসভাকে ঘিরে নেত্রকোনা, জামালপুর ও শেরপুরসহ পুরো বিভাগের নেতাকর্মীদের ঢল নামে। ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার ও উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেনের সঞ্চালনায় এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

ময়মনসিংহের সভা শেষে তারেক রহমান গাজীপুরের রাজবাড়ী মাঠ এবং উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে আরও দুটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here