শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে জামিন চেয়ে আবেদন করেন ছয় মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। পরে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ আগামী ২৩শে মে পর্যন্ত বাড়ান ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তারও জামিনের মেয়াদ বৃদ্ধি করেন।
ড. ইউনূসের আইনজীবী বলেন, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় দণ্ডপ্রাপ্ত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ শেষ হলে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করি। আদালত ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ আগামী ২৩শে মে পর্যন্ত বৃদ্ধি করেন।