সর্বশেষ
Home » অন্যান্য » দুই যুবক গ্রেপ্তার, সালমানের বাড়ির সামনে গুলি

দুই যুবক গ্রেপ্তার, সালমানের বাড়ির সামনে গুলি

অবশেষে সালমান খানের বাড়ির সামনে গুলি চালানো সেই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ৪৮ ঘণ্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করা হলো। গুলি করা সেই দুই যুবক হলেন ভিকি গুপ্ত (২৪) ও সাগর পাল (২১)। দুজনকেই ইতিমধ্যে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা যায়, গুলি চালানোর পর মুম্বাই থেকে পালিয়ে যায় দুই আসামি। গুজরাটের ভুজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে পহেলা বৈশাখের দিন সালমানের বাড়ির সামনে একে একে চার রাউন্ড গুলি চালানো হয়। এই ঘটনায় বারবার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর নাম উঠে এসেছে। মূলত কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল এই অভিনেতার বিরুদ্ধে। তারপর থেকেই তাকে নিজের শত্রু মনে করে বিষ্ণোই। এর আগে একাধিকবার সালমান খানকে হুমকি দিয়েছে সে।

শোনা যায়, বিষ্ণোইর হিট লিস্টে থাকা ১০ জনের মধ্যে সবার আগে সালমানের নাম রয়েছে।
পুলিশ সূত্র বলছে,কয়েক মাস আগে থেকেই মার্কিন মুলুকে বসেই এই গুলিবর্ষণের প্ল্যান করা হয়েছিল। সেখানেই লরেন্স বিষ্ণোইর ভাই অনমোল বিষ্ণোই রোহিত গোদরাকে এই হামলার দায়িত্ব দেয়। এরই মধ্যে হানলার দায়ও শিকার করেছে অনমোল বিষ্ণোই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *