রেস্টুরেন্টে ঢুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে ইকুয়েডরের সুন্দরী ও মডেল ল্যান্ডি পারাগা গয়বুরোকে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে কুয়েভেদের একটি শহরে। সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন এই মডেল। ভাইরাল হওয়া সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা যায় অজ্ঞাত দুই ব্যক্তি রেস্টুরেন্টে ঢোকে। একজন গেটের সামনে দাঁড়ায় অন্যজন ল্যান্ডির দিকে এগিয়ে এসে গুলি চালায়। সেই সময় পরিচিত একজনের সঙ্গে কথা বলছিলেন ল্যান্ডি।
জানা যায়, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেই প্রাণ হারাতে হয় তাকে। ইনস্টাগ্রামে অক্টোপাস ডিশ খাওয়ার ছবি পোস্ট করেন তিনি। এই ছবি দেখেই লোকেশন জানতে পারে দুবৃত্তরা। তবে ঠিক কি কারণে এই মডেলকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
উল্লেখ্য, এক সময় ইকুয়েডরের মাদক কারবারি লিয়েন্দ্রো নোরেরোর সঙ্গে নাম জড়িয়েছিলেন ল্যান্ডি।
সেসময় দুজনের প্রেমের গুঞ্জনও শোনা যায়। গেলো বছর তাদের একটি কথোপকথন ফাঁস হয়েছিল।
যেখানে মাদক কারবারিকে বলতে শোনা যায়, তার স্ত্রী যদি এই প্রেমের সম্পর্কে জানতে পারে তাহলে সব শেষ করে দিবে। তবে কয়েক বছর আগে ইকুয়েডরের জেলে লিয়েন্দ্রোর মৃত্যু হয়। এবার সবাইকে বিদায় জানিয়েছে ল্যান্ডিও। তার বয়স ছিল মাত্র ২৩ বছর। ২০২২ সালে মিস ইকুয়েডর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও ছিলেন।