কলকাতার বেনিয়াপুকুরের পার্ক সার্কাস থেকে এক বছর আগে ছিনতাই হওয়া আইফোন-১৩ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকা থেকে ফোনটি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ। গত রোববার সকালে থানার এসআই মিলটন কুমার দেবদাসের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর থেকে ফোনটি উদ্ধার করা হয়। রোববার রাত ১২টায় এই তথ্যটি নিশ্চিত করেন এসআই মিলটন কুমার দাস। এসআই মিলটন কুমার দেবদাস জানান, গত বছরের ২৬শে জুলাই কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকার পার্ক সার্কাস থেকে মৌটুসী গাঙ্গুলি নামের এক নারীর ব্যবহৃত আইফোনটি ছিনতাই হয়। পরে তিনি বেনিয়াপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। একপর্যায়ে ভারতীয় সাইবার পুলিশ মৌটুসী গাঙ্গুলিকে জানায় যে, তার আইফোনটি আর কলকাতায় নেই, বাংলাদেশে পাচার হয়ে গেছে। এখন আর তাদের কিছু করার নেই। পরে মৌটুসী তার জিডি কপি নিয়ে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন। পরে সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন দীর্ঘদিন বন্ধ থাকার কারণে উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তার ফোনটির সন্ধান পাওয়া যায়।
তিনি আরও জানান, যিনি ফোনটি দেশে ব্যবহার করছিলেন, তিনি মোবাইলের দোকানদার। তিনি ফোনটি আরেকজনের কাছ থেকে কিনেছিলেন। ওই বিক্রেতা তাকে বলেছিল যে, ভারত থেকে মোবাইলটি তিনি কিনেছেন। কীভাবে ভারত থেকে ফোন বাংলাদেশে আসলো তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।