সর্বশেষ
Home » বিনোদন » ঢালিউড » মুখ খুললেন মৌসুমী

মুখ খুললেন মৌসুমী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সাবেক সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। যেখানে আওয়ামীপন্থি শিল্পী ও সাংবাদিকরা যুক্ত ছিলেন। সম্প্রতি সেই গ্রুপ চ্যাটের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। স্ক্রিনশট আন্দোলনকারীদের বিপক্ষে কথা বলতে দেখা গেছে তাদের। যা দেখে সেসব তারকা পড়েছেন তুমুল সমালোচনার মুখে। এবার ‘আলো আসবেই’- গ্রুপের বিষয়ে মুখ খুলেছেন ‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। যুক্তরাষ্ট্র
থেকে মৌসুমী জানান, একজন শিল্পী রাজনীতিতে প্রত্যক্ষভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় থাকবেন কিনা, সেটি নির্ভর করে তার মনস্তাত্ত্বিক ও ব্যক্তিসত্তার ওপর। তবে সাধারণ মানুষ বা শিল্পী কেউই রাজনীতিকে উপেক্ষা করতে পারে না। কোনো শিল্পী বা রাজনৈতিক দল যদি গণমানুষের কথা না বলে তাহলে সাধারণ জনগণ তাকে ছুড়ে ফেলবে, সেটাই স্বাভাবিক। এ নায়িকা বলেন, রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতার দাপটে যেসব শিল্পী মানবতা লঙ্ঘন করে জাতির কাছে নীচুতার পরিচয় দিয়েছেন, তাদের জন্য আমার শিল্পী পরিচয় আজ লজ্জার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *