সম্প্রতি এক পোশাক বিপণন সংস্থার হয়ে রাধা সেজে ফটোশুট করিয়ে ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। জন্মাষ্টমীর সময়েই সেই বিশেষ ফটোশুটের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। যা দেখে সমালোচনা শুরু করেন নেটিজেনরা। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। বিতর্কের মুখে ফটোশুটের সেই ছবিগুলো নিজের প্রোফাইল থেকে সরিয়ে নিতে বাধ্য হলেন তামান্না। ডিজাইনার তোরানির সাম্প্রতিক ‘লীলা’ কালেকশন’ এর প্রচারের জন্য ফটোশুট করেছিলেন তিনি। যেখানে কৃষ্ণপ্রেমে মগ্ন রাধিকার ভূমিকায় তামান্নার রূপ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অনেকে। কিন্তু অন্য একটি পক্ষ অভিযোগ করেন, তামান্নার ফটোশুট যৌন উসকানিমূলক! কেন খোলামেলা পোশাক পরে রাধা সেজেছেন তামান্না? এমন প্রশ্নের মুখে পড়েন তিনি। বিতর্কের এক পর্যায়ে সেই পোশাক বিপণন সংস্থার ফটোশুট সব মুছে ফেলেন তামান্না ভাটিয়া। যদিও সংস্থা বা অভিনেত্রীর তরফে কেউ এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি।
উল্লেখ্য, সম্প্রতি ‘স্ত্রী ২’ ছবিতে আইটেম গানে মন জয় করে নিয়েছেন তামান্না। যা কিনা নেটদুনিয়ায় ভাইরাল। সেই গানের প্রসঙ্গ টেনেও ওই রাধাকৃষ্ণ ফটোশুটের জেরে অভিনেত্রীকে অপমান করা হয়েছে।