সর্বশেষ
Home » অন্যান্য » দিল্লি, নিউইয়র্ক, ব্রাসেলস, অস্ট্রেলিয়া ও পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতদের ঢাকায় ফেরার আদেশ জারি

দিল্লি, নিউইয়র্ক, ব্রাসেলস, অস্ট্রেলিয়া ও পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতদের ঢাকায় ফেরার আদেশ জারি

নয়াদিল্লি, নিউইয়র্ক, ব্রাসেলস, অস্ট্রেলিয়া ও পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতদের দায়িত্ব ত্যাগ করে ‘অনতিবিলম্বে’ ঢাকায় ফেরার আদেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (১ অক্টোবর)  সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের পৃথক অফিস আদেশে ৫ রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিকে ঢাকায় ফিরতে বলা হয়েছে। মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত পৃথক আদেশে যে পাঁচ দূতকে ঢাকায় ফিরতে বলা হয়েছে তারা হলেন, হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি), রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত (জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক), রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ (বাংলাদেশ দূতাবাস ব্রাসেলস), হাইকমিশনার এম. আল্লামা সিদ্দিকী (ক্যানবেরা) ও রাষ্ট্রদূত রেজিনা আহমেদ (বাংলাদেশ দূতাবাস লিসবন)। প্রায় অভিন্ন ভাষায় জারি করা অফিস আদেশে দূতদের উদ্দেশ্যে বলা হয়, আপনাকে সদর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনার বর্তমান দায়িত্ব ত্যাগ করে অনতিবিলম্বে ঢাকা সদর দপ্তরে প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে। 
স্মরণ করা যায়, আগামী ডিসেম্বরে ওই ৫ দূতের চাকরির মেয়াদ শেষ হয়ে পিআরএল বা অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা। সেগুনবাগিচা বলছে, পেশাদার ওই ৫ কূটনীতিকের কারও বিরুদ্ধেই পেশাদারিত্বের বরখেলাপের কোনো অভিযোগ নেই। উল্লেখ্য, এর আগে ২৯ শে সেপ্টেম্বর পৃথক অফিস আদেশে লন্ডনে প্রায় ৬ বছর নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে ঢাকায় ফেরার আদেশ জারি করে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *