সর্বশেষ
Home » বিনোদন » ঢালিউড » তৃতীয় বিয়ে প্রসঙ্গে যা বললেন শাকিব খান

তৃতীয় বিয়ে প্রসঙ্গে যা বললেন শাকিব খান

সামনেই মুক্তি পাবে সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’। অন্যদিকে এদিকে চলতি মাসেই ‘বরবাদ’ নামে আরেক সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তার। এর মাঝেই কাজ, বিয়ে, সংসারসহ নানা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন এ তারকা। বারবার সম্পর্ক ভাঙা কতটা আঘাত দিয়েছে জানতে চাইলে শাকিব খান বলেন, আঘাত তো দিয়েছেই। কোনো ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। লাইফ ইজ আ জার্নি। এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে দুজন (অপু-বুবলী) মানুষ অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক। এসব নিয়ে আমার আক্ষেপ-ভ্রুক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে। তিনি  জানান, তারপরও পরিবার, দর্শকের ভালোবাসায় ভালো আছেন তিনি। শাকিব বলেন, আমার দুই সন্তান, মা–বাবা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দেশ–বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ রয়েছে, যারা আমাকে অঢেল ভালোবাসা দেন; তাদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি। সাক্ষাৎকারে তৃতীয় বিয়ে নিয়েও কথা বলেন শাকিব। শোনা যাচ্ছে শাকিব খান নাকি ফের বিয়ে করবেন? এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়া নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার মা–বাবার যেহেতু বয়স হয়েছে, সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *