আমরা নির্বাচন পরবর্তী অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছি মন্তব্য করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সরকার যদি ভোটারাধিকার ও সুশাসন নিশ্চিত করে, দমন-পীড়নের পরিবর্তে দুর্নীতি-দুঃশাসন দূরীভূত করতে আন্তরিক হয় তাহলে আমরা ভালোর দিকে যাবো। সমস্যার সমাধান না করে দমন-পীড়নের দিকে গেলে দেশের সংকট আরও বাড়বে বলে মনে করি। অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাবে। তাই সরকারের উচিত যেসব বিষয়ে মানুষের ক্ষোভ আছে তা সমাধান করা। তিনি বলেন, নির্বাচনটা স্বাভাবিক সময়ে নয়, অস্বাভাবিক সময়ে হচ্ছে। স্বাভাবিক সময়ে হলে মানুষ এ ধরনের নির্বাচনে সাড়া দিতো না। অস্বাভাবিক সময়, তাই ভোট দিতে মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে- এসব কারণে জানি না কী হবে।
তিনি বলেন, যেখানে প্রতিযোগিতা থাকে সেখানে ভোটাররা উপস্থিত হন। যেখানে ভোটাররা মনে করেন তাদের ভোটের মূল্য আছে, তাদের ভোট দেয়া, না দেয়ার ওপর জয়-পরাজয় নির্ভর করে। সেখানে ভোটার উপস্থিতি বাড়ে। কিন্তু এ নির্বাচনটাকে মানুষ কীভাবে দেখছে জানি না।
এর ওপর নির্ভর করবে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে। তবে নির্বাচন পরবর্তী সহিংসতা বাড়ার সম্ভাবনা কম বলেই মনে করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, যাদের সঙ্গে সহিংসতা হতে পারে তার দলীয়। দলীয় শৃঙ্খলা ও প্রভাবের ফলে শত্রুতা বা বৈরী মনোভাব থাকলেও সহিংসতা হওয়ার সম্ভাবনা কম।