সর্বশেষ
Home » বিনোদন » ঢালিউড » পেশা বদলের খবরে বিরক্ত প্রভা

পেশা বদলের খবরে বিরক্ত প্রভা

পেশা বদলেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, এখন তিনি মেকআপ আর্টিস্ট— সম্প্রতি এরকম শিরোনামে ছেয়ে যায় সংবাদমাধ্যম। বিষয়টি চোখে পড়েছে অভিনেত্রীর। যারপরনাই বিরক্ত তিনি।
আসলেই কি অভিনয় ছেড়ে এখন পুরোদস্তর মেকআপ আর্টিস্ট প্রভা জানতে চাইলে ঢাকা মেইলকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি বলেন, ‘পেশা বদলাব কেন? নতুন কিছু যুক্ত হতে পারে না? বিরক্তি প্রকাশ করে বলেন, না জেনে এসব ক্যাপশন কেন যে দেয় সবাই!’ 

প্রভার পেশা বদলানোর খবর মাথা চাড়া দিয়েছে ইনস্টাগ্রাম থেকে। কেননা অভিনেত্রীর ইনস্টা আইডিজুড়ে আজকাল মেকআপের ভিডিও। কয়েক মাস ধরে বেশকিছু ভিডিও প্রকাশ করেছেন যেখানে তাকে অন্যদের মেকআপ করাতে দেখা গেছে।

a9077ce1ffd9c2ff5f90065b1b011e3b-671bb1167e8c3

অভিনেত্রীর পোস্ট করা ভিডিও থেকে জানা যায়, তিনি যেখানে বসে মেকআপ করছেন, সেটি ‘দ্য মেকআপ একাডেমি’। নিউইয়র্কে অবস্থিত এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। এটি পেশাদার মেকআপ বানানোর জনপ্রিয় কারখানা। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম।

প্রভাকে মেকআপ একাডেমিতে দেখে অনেকের ধারণা অভিনেত্রী প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। কাজ করছেন সেখানেই। আসলেই কি সেরকম কিছু জানতে চাইলে উত্তর মেলেনি প্রভার।

এদিকে ‘মেকআপ বাই প্রভা’ নামে আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাওয়া গেছে। সেখানেও নিজের কাজের ভিডিও রয়েছে অভিনেত্রীর। নিজেকে ওই অ্যাকাউন্টে ‘সার্টিফায়েড ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *