কিশোরগঞ্জের হোসেনপুরে বসতঘরের তালা কেটে চুরি

0
22

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে বসতঘরের তালা কেটে জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার নিরাহারগাতী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ মোবারক হোসেন চাকরির সুবাদে দীর্ঘদিন যাবত কিশোরগঞ্জ সদরে বসবাস করেন। কিশোরগঞ্জ বসবাস করা এবং বাড়িতে তেমন লোকজন না থাকায় গত ১২ ফেব্রুয়ারি দশটার সময় তার পিতা বাড়িতে যাইয়া দেখে গেট ও তালা লাগানো লোহার কয়রা ভাঙ্গা ও কাটা অবস্থায় রয়েছে। পরে বসত করে গিয়ে দেখা যায় আলমারি টেবিল ফ্যান ক্ষয়ক্ষতি করে আছে এবং বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে গেছে।

এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন জানান,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here