ভারতের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রয়ের সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তান। তারা একে যুক্তরাষ্ট্রের একপক্ষীয় দৃষ্টিভঙ্গি বলে তা এড়িয়ে চলার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান দেয়া নিয়ে আলোচনা করেন। পাকিস্তান এতে তীব্র আপত্তি জানিয়েছে। বলেছে, এতে আঞ্চলিক সামরিক ভারসাম্য অস্থিতিশীল হতে পারে। কৌশলগত স্থিতিশীলতা দুর্বল হতে পারে। দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি প্রচেষ্টায় বাধা হতে পারে। শুক্রবার এ নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের কাছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর পরিকল্পনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন পাকিস্তান। এমন পদক্ষেপে আঞ্চলিক ও সামরিক ভারসাম্য নষ্ট হবে। কৌশলগত স্থিতিশীলতা খর্ব হবে।
দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে একটি বস্তুনিষ্ঠ ও সামগ্রিক প্রচেষ্টার আহ্বান জানায় আন্তর্জাতিক অংশীদারদের প্রতি। একই সঙ্গে এটা একপক্ষীয় অবস্থান বলে (যুক্তরাষ্ট্রের) ওই উদ্যোগকে অনুমোদন দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই। কারণ, বাস্তবতার সঙ্গে এর ভিন্নতা রয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প ভারতে তার সামরিক বিক্রি বৃদ্ধি করার পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, এই বছর থেকে শুরু হচ্ছে। আমরা ভারতে বহু শত কোটি ডলারের সামরিক সরঞ্জাম ক্রমবর্ধমান হারে বিক্রি করবো ভারতে। ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের পথ তৈরি করছি। তবে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী ভারত কি আনুষ্ঠানিকভাবে এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে রাজি হয়েছে কিনা এমন প্রশ্নে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পরিষ্কার করে বলেছেন- আনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়া শুরু হয়নি।