প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আজ (সোমবার) সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। ঢাকায় পাকিস্তানের হাইকমিশন এ তথ্য নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেঃ
“০৭ জানুয়ারী, ২০২৪-এ অনুষ্ঠিত বাংলাদেশের ১২তম সংসদ নির্বাচনে তার দল আওয়ামী লীগের বিজয়ে তাকে অভিনন্দন জানাতে বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।”
ওই সাক্ষাতে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ পাকিস্তানের নেতৃবৃন্দের পক্ষ হতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা পৌঁছে দেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শুভেচ্ছার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানান।