পমেটো গাছঃ
কি, অবাক হচ্ছেন?
জি ঠিকই পড়ছেন পমেটো গাছের কথাই বলছি!
একই গাছ থেকে টমেটো ও আলু পাওয়া যায় পমেটো নামক বিশেষ গাছ থেকে। এই গাছ যেভাবে তৈরি করবেন :
১. সায়ন হিসেবে টমেটো চারা আর রুট স্টক হিসেবে আলু গাছের চারা নিতে হবে৷
২. সায়ন ও রুট স্টক উভয় চারায় ছবির মতো v শেইপ কাট দিতে হবে৷
৩. এবার সায়ন টি রুট স্টকের মাথায় বসিয়ে দিয়ে পলিথিন ফিতা/গ্রাফটিং ট্যাপ দিয়ে বেঁধে দিতে হবে৷
৪. ৭-১০ দিনের মধ্যে কলমটি জোড়া বেঁধে যাবে , এতে নতুন যে গাছটি হলো- তার নাম পমেটো ।
৫. পরবর্তীতে গাছটি বড় হলে উপরের অংশে টমেটো ধরবে ও নিচের অংশে আলু হবে৷
যারা সাদবাগান করেন তাদের টব এবং যায়গা বাচাতে এটা ট্রাই করতে পারেন
ধন্যবাদ সবাইকে।