রিয়াজ-শাবনূর জুটি ৪০টির বেশি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাবনূর সম্পর্কে রিযাজ বলেন, সিনেমা যদি করতে হয় তিনি (শাবনূর) ভালো কিছু করুক। সবসময় তার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা আছে। কিছুদিন আগে একটি ঘরোয়া পার্টিতে তার সঙ্গে দেখা হয়েছিল, অভিনন্দন জানিয়েছি। তবে আমি বলবো, যদি তিনি সিনেমা করতে চান, তাহলে এতদিন বিরতিতে থাকার মানে কি ছিল।