সর্বশেষ
Home » বিনোদন » বলিউড » ভুয়ো মৃত্যু সংবাদ ছড়ানোর জন্যে পুনমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আর্জি

ভুয়ো মৃত্যু সংবাদ ছড়ানোর জন্যে পুনমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আর্জি

পুনম পাণ্ডে ভুয়ো মৃত্যু সংবাদ ছড়িয়ে অন্যায় করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই মর্মে মুম্বই পুলিশের কাছে আর্জি জানালেন মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বে। তার মতে, মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পুনম যা করেছেন তা শাস্তিযোগ্য অপরাধ। শুক্রবার সকালে মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা গিয়েছিল, জরায়ু-মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ বছরের এই তারকার। এক দিন পর, শনিবার পুনম একটি ভিডিওর মাধ্যমে জানান, তিনি বেঁচে আছেন। এই গোটাটাই আসলে জরায়ু-মুখের ক্যানসার নিয়ে সচেতনা বৃদ্ধির একটা প্রচার কৌশল মাত্র। যদিও মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। তবে তার এই কাজের জন্য পুনমের শাস্তি পাওয়া উচিত বলে মনে করেন তাম্বে। মুম্বই পুলিশের কাছে তাম্বে পুনমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।

তিনি মনে করেন, পুনমের অনুগামীরা এ বার নিজেদের প্রচারের জন্যও ওই পথ খুব সহজেই বেছে নিতে পারেন। তার কথায়, সমাজমাধ্যমে ভুয়ো খবর আটকানোর জন্য পুলিশি তৎপরতা খুবই প্রয়োজন। পুনমের বিরুদ্ধে মামলাও দায়ের করা উচিত। উনি অন্যায় করেছেন। তাম্বের দাবি, পুনমের পোস্ট সকলকে বিভ্রান্ত করেছে। তিনি বলেন, জরায়ু-মুখের ক্যানসার সমন্ধে সচেতনতা তৈরির বদলে তিনি মানুষকে ভয় পাইয়ে দিয়েছেন। তার ভুয়ো মৃত্যুসংবাদের মাধ্যমে কোনও সচেতনতা তৈরি হয়নি। বরং সমস্যা বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *