সর্বশেষ
Home » বিনোদন » অন্যান্য বিনোদন » দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড ‘বিটিএস’-এর টানে ঘরছাড়া তিন কিশোরী উদ্ধার

দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড ‘বিটিএস’-এর টানে ঘরছাড়া তিন কিশোরী উদ্ধার

দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড বিটিএস-এর টানে গত ১০ দিন আগে ঘর ছেড়েছিল রাজধানীর মেরাদিয়ার ৩ কিশোরী। এরপর তাদের হদিস মিলছিল না। তিন কিশোরী নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করে তাদের পরিবার। অভিযোগ পেয়ে তাদের সন্ধানে নামে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাসা হতে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ওসি সালাউদ্দিন বলেন, অভিযোগের পর সাইবার নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে তাদের উদ্ধার করা হয়। তবে তারা নিজেরাই ঘর ছাড়ায় এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।এ বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড বিটিএসের টানে ঘর ছেড়েছে ৩ কিশোরী। এমন অভিযোগের পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। এতে দেখা যায়, গত ২৯ জানুয়ারি দুপুরের দিকে বাসার সামনের রাস্তায় অপেক্ষা করছে এক কিশোরী। এর কিছুক্ষণ পর একটি রিকশায় করে সেখানে আসে বাকি দুই কিশোরী।
তারপর একই রিকশায় তিনজন চলে যায়।
তাদেরই একজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী একটি চিঠি লিখে যায়। চিঠিতে সে জানায়, মা-বাবার অবহেলায় বিটিএসের সদস্য জাংকুককে বিয়ে করতে বদ্ধপরিকর সে।
এ বিষয়ে সেই তরুণীর মা গণমাধ্যমকে বলেন, যাওয়ার আগে ওরা বলে গেছে বিটিএসের কাছে যাবে। বিটিএস কি তা আমরা জানি না। এদের কোনো ঠিকানা, নম্বর নেই। ওরা বলছে আমরা বিটিএসের কাছে যাই। ওদের সদস্যদের আমরা বিয়ে করবো। সমবয়সী তিন কিশোরীই পাশাপাশি বাসায় থাকতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *