সর্বশেষ
Home » অন্যান্য » অন্যান্য বিশেষ সংবাদ » মাত্র ১৯ বছরেই মারা গেলেন ‘দঙ্গল’ সিনেমার অভিনেত্রী

মাত্র ১৯ বছরেই মারা গেলেন ‘দঙ্গল’ সিনেমার অভিনেত্রী

মাত্র ১৯ বছর বয়সে প্রয়াত আমির খানের ‘পর্দার মেয়ে’ সুহানি ভাটনগর। শুক্রবার দিল্লির এক বেসরকারি হাসপাতালে মারা যান সুহানা। প্রায় ১১ দিন ধরে সেখানকার আইসিউতে ভর্তি ছিলেন তিনি। সুহানির বাবা জানিয়েছেন, মাস দু’য়েক আগে সুহানির একটি হাত ফুলতে শুরু করে। প্রাথমিকভাবে তারা কোনও চিকিৎসকের পরামর্শ নেননি। কিন্তু তার পরে লক্ষ করেন, সুহানির অন্য হাতও একইভাবে ফুলতে থাকে। এর পর পুরো শরীর ফুলে যায়। অনেক ডাক্তারের সঙ্গে পরামর্শ করা সত্ত্বেও, তার অসুস্থতার কারণ জানা যায়নি বলে দাবি সুহানির বাবার। এর পর, শারীরিক অবস্থার অবনতি হয় সুহানির। প্রায় ১১ দিন দিল্লির এমস-এ ভর্তি ছিলেন তিনি।
ওখানেই পরীক্ষা করে জানা যায় যে তাঁর কন্যা ডার্মাটোমায়োসাইটিস রোগে আক্রান্ত। ‘দঙ্গল’ সিনেমার দৌলতে হরিয়ানার ফোগত-বোনদের লড়াইয়ের কাহিনি এখন ভারতীয় ক্রীড়ামহলে বহুল প্রচারিত। তাদের লড়াইয়ের কাহিনিই তুলে ধরা হয়েছিল সেই সিনেমায়। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ফাতিমা সানা শেখ, সান্য মলহোত্রা ও সুহানি ভটনাগরের। এই তিন তরুণীকে দেখা যায় আমিরের মেয়ের চরিত্রে। এই ছবিতে সুহানিকে দেখা গিয়েছিল কিশোরী ‘ববিতা ফোগত’র চরিত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *