সর্বশেষ
Home » অর্থনীতি » জিনিস মজুত ও লুকিয়ে রেখে দাম বাড়িয়ে দেয়া লোকদের গণধোলাই দেয়া উচিত: প্রধানমন্ত্রী

জিনিস মজুত ও লুকিয়ে রেখে দাম বাড়িয়ে দেয়া লোকদের গণধোলাই দেয়া উচিত: প্রধানমন্ত্রী

জিনিস মজুত ও লুকিয়ে রেখে দাম বাড়িয়ে দেয়া লোকদের গণধোলাই দেয়া উচিত বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণভবনে জার্মানি সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

মার্চের দুর্ভিক্ষ নিয়ে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্র ছিলো। ষড়যন্ত্র প্রত্যেকবারই হচ্ছে। নির্বাচন যাতে না হয়, বিরাট চক্রান্ত ছিলো। ২৮ অক্টোবরের ঘটনা আপনারা জানেন। এগুলো হঠাৎ করে নয়, পরিকল্পিতভাবে করেছে। নির্বাচন যখন বানচাল করতে পারবে না বুঝে গেছে। মানুষের স্বতঃস্ফূর্ততা ছিলো। তখন চক্রান্ত হলো জিনিসের দাম বাড়বে, তারপর সরকার জনগণের থেকে বিচ্ছিন্ন হবে। তখন আন্দোলন করে সরকারকে উৎখাত করবে।

এটা তাদের পরিকল্পনার অংশ। কাদের সেটা জানেন। আমি কারো নাম বলতে চাই না। আমার আর বলার দরকারও নাই। কিন্তু এই চক্রান্তটা আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৫ বছর ধরে যে পরিবর্তন এসেছে, তা তো স্বীকার করবেন। ভাতের জন্য হাহাকার ছিলো। একটু নুন-ভাত। একটু ফ্যান চাইত। এখন তা চায় না। ডিম লুকিয়ে রেখে দাম বাড়ানো। আপনার কী মনে হয় না, দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকার উৎখাতে আন্দোলনকারীদের তাদেরও কিছু কারসাজি আছে?

তিনি আরও বলেন, এর আগে পেঁয়াজের খুব অভাব। দেখা গেল বস্তার পর বস্তা পচা পেঁয়াজ পানিতে ফেলে দিচ্ছে। এই লোকগুলোর কী করা উচিত, আপনারাই বলুন কী করা উচিত। গণধোলাই দেয়া উচিত। কারণ, আমরা সরকার কিছু করলে বলবে, সরকার করেছে। পাবলিক যদি প্রতিকার করে, তাহলে সব থেকে ভালো, কেউ কিছু বলবে না। জিনিস লুকিয়ে রেখে পচিয়ে ফেলে দেবে, আর দাম বাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *