সর্বশেষ
Home » অর্থনীতি » পেঁয়াজের ওপর রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যে ব্যতিক্রম সিদ্ধান্ত, ভারত সরকার

পেঁয়াজের ওপর রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যে ব্যতিক্রম সিদ্ধান্ত, ভারত সরকার

পেঁয়াজের ওপর রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যে ব্যতিক্রম সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত সরকার। কয়েকটি দেশে নির্দিষ্ট পরিমাণে পণ্যটি রপ্তানির অনুমোদন দিয়েছে তারা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী-বাংলাদেশ, মরিশাস, বাহরাইন ও ভুটানের কাছে মোট ৫৪ হাজার ৭৬০ টন পেঁয়াজ বিক্রি করবে দেশটি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) ভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং বলেছেন, বাংলাদেশে ৫০,০০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছি আমরা। এছাড়া মরিশাসে ১২০০, বাহরাইনে ৩০০০ এবং ভুটানের কাছে ৫৬০ টন বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে বেসরকারি বাণিজ্যের মাধ্যমে পেঁয়াজের এ চালান পাঠানো হবে। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। শিগগিরই তা কার্যকর হবে। ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতের কাছে পেঁয়াজ চেয়ে কিছু দেশ অনুরোধ জানিয়েছিল। নরেন্দ্র মোদি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি মূল্যায়ন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *