পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে আছেন তার সহধর্মিনী রাহাত আরা বেগম।
বৃহস্পতিবার বিকাল ৩টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ৮ই মে তার দেশে ফেরার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।