সর্বশেষ
Home » শিক্ষা » কলেজ » সড়ক অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীদের শাটডাউন, তীব্র যানজট

সড়ক অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীদের শাটডাউন, তীব্র যানজট

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি  পালন করছেন। তারা গতকাল বেলা ১২টা থেকে  দিনভর সায়েন্সল্যাব এলাকার সড়ক অবরুদ্ধ করে রাখে। এতে ওই এলাকা সংলগ্ন রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়, সীমাহীন দুর্ভোগের শিকার হন যাত্রীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে রূপান্তর কমিশন গঠনের দাবিতে আজও সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

শাটডাউনের ফলে মিরপুর-আজিমপুর সড়ক, শাহবাগ-ধানমণ্ডি সড়ক, ধানমণ্ডি-মোহাম্মদপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে আশপাশের এলাকাগুলোও স্থবির হয়ে যায়। যার পরোক্ষ প্রভাব পড়ে পুরো ঢাকায়। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা রাস্তায় থাকতে চাই না, শিক্ষা বৈষম্য দূর করা জরুরি। তারা জরুরি ভিত্তিতে কমিশন গঠনের দাবি জানান। সেই লক্ষ্যে তারা সরকারের সঙ্গে আলোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধি বাছাইয়ের কাজ করছেন। এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের জন্য বেলা ১২টায় ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে সায়েন্সল্যাব অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা সাত কলেজের বৈষম্য দূরীকরণে নানা ধরনের স্লোগান দিতে থাকে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে আগামী সপ্তাহে সভায় বসবে শিক্ষা মন্ত্রণালয়। ৭ কলেজের সমস্যা সমাধানের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের ১৩ সদস্যের কমিটির আহ্বায়ক মোহাম্মদ খালেদ রহীম এই তথ্য জানান। এ ছাড়াও কলেজগুলোর একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম সভা গতকাল অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম সভার বিষয়ে জানান, এ সভায় প্রাথমিক আলোচনা হয়েছে। অধ্যক্ষরা ৭ কলেজ শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে কথা বলে পরবর্তী সভায় সমস্যাগুলো উপস্থাপন করবেন। একই সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিরাও এ সভায় উপস্থিত থাকবেন। কলেজ অধ্যক্ষরা নিজেদের কলেজের প্রতিনিধিদের নিয়ে সভায় উপস্থিত হবেন। আগামী সপ্তাহে এ সভা অনুষ্ঠিত হবে। কলেজ সংক্রান্ত বিষয় হওয়ায় এ সভায় মাউশির ডিজিও উপস্থিত থাকবেন। সাত কলেজে পরীক্ষা সংক্রান্ত সমস্যাটা বেশি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকও উপস্থিত থাকবেন।

গত ২২শে অক্টোবর সাত কলেজ সংস্কারে একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১৩ সদস্যের কমিটিকে প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবি জানায়। দাবি আদায় না হওয়ায় তারা কর্মসূচি চালিয়ে যাওয়ায় ঘোষণা দেন। গত ২১শে অক্টোবর এবং ২৩শে অক্টোবর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে ২ দফায় ২৪ ঘণ্টা করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। এরপর গত ২৪শে অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনকল্পে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *