সর্বশেষ
Home » শিক্ষা » বিশ্ববিদ্যালয় » ঢাবিতে হাসিনাসহ ৫ নেতার প্রতীকি ফাঁসি

ঢাবিতে হাসিনাসহ ৫ নেতার প্রতীকি ফাঁসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তাদের জোটসঙ্গী জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর নেতাদের প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ। সোমবার দুপুর ২টায় ঢাবির টিএসসির পায়রা চত্বরে ‘ছাত্র জনতার ফাঁসির মঞ্চ’ ব্যানারে এই প্রতীকী ফাঁসি দেয়া হয়। 

প্রতিকী ফাঁসির দেয়া ৫ নেতা হলেন- আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন,আমরা চাই সরকার আমাদের এই প্রতীকী ফাঁসি দেখে গণহত্যার মাস্টার মাইন্ডদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করে বিচার করুক। তিনি বলেন, যারা গণহত্যা করেছে, গুম-খুন করেছে, তদের রাজনৈতিক অপতৎপরতাকে নিষিদ্ধ করতে হবে। যারা ২০২৪ এর নির্বাচনে অংশ নিয়েছে এবং এমপি-মন্ত্রী হয়েছে তাদের বিচার করতে হবে।

গণ আন্দোলনে শহীদরা ফিরে আসবে না, তবে গণহত্যার মাস্টার মাইন্ডরা কেন ফিরে আসবে? এই প্রশ্ন রেখে তিনি বলেন, এই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হাত,পা, চোখ হারিয়েছেন। তারা বাবা,ভাই, বোন, সন্তান হারিয়েছেন। তারা তো আর ফিরে আসবে না। তাহলে কেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ফেরত আসবে? তাহলে কেন হাসিনা-কাদের ফিরে আসবে? জিএম কাদের, মেনন, ইনুরা কেন ফিরে আসবে?

অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করলেও গণহত্যাকারীদের বিচার করতে পারেনি অভিযোগ করে তিনি বলেন, আপনারা গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বেঈমানী করবেন না, এ স্পিরিটকে কলঙ্কিত করবেন না। আমরা বেঈমানি করতে দেব না। 

এসময় তিনি সংবিধান পরিবর্তন করে ফ্যাসিবাদী প্রথার বিলোপ, জাতীয় ঐক্যমতে বিপ্লবী সরকার গঠন এবং জাতীয় পার্টির কার্যালয়কে জুলাই স্মৃতি সংগ্রহশালা বানানোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *