সর্বশেষ
Home » বিশ্ব » হোয়াইট হাউস, কমালার বাসভবন, ক্যাপিটল হিলে কঠোর নিরাপত্তা বেষ্টনী

হোয়াইট হাউস, কমালার বাসভবন, ক্যাপিটল হিলে কঠোর নিরাপত্তা বেষ্টনী

নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতা দেখা দিতে পারে যুক্তরাষ্ট্রে। এ জন্য হোয়াইট হাউস, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের বাসভবন ও যুক্তরাষ্ট্রের ক্যাপিটলের চারপাশে নতুন করে নিরাপত্তা বেষ্টনি দেয়া হয়েছে রোববার। ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়ে বলেছে, হোয়াইট হাউস ও অর্থ মন্ত্রণালয় চত্বরের চারপাশে লাফায়েতি স্কয়ার সংলগ্ন এলাকা, নেভাল অবজার্ভেটরি এবং ওয়াশিংটন ডিসিতে কমালা হ্যারিসের বাসভবনের চারপাশে আট ফুট উঁচু ধাতব বেড়া নির্মাণ করেছে সিক্রেট সার্ভিস। ক্যাপিটল হিলের চারপাশে অস্থায়ী ব্যারিকেড দেয়া হয়েছে। তার চারপাশে ‘পুলিশ লাইন: অতিক্রম করবেন না’ লেখা সাইন দেখা গেছে। নির্বাচনের রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে একটি কনভেনশন সেন্টার থেকে ফল পর্যবেক্ষণ করবেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার চারপাশেও নিরাপত্তা রক্ষীদের শারীরিক উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন সড়ক বন্ধ, পার্কিং বন্ধ ঘোষণা করেছে মেট্রোপলিটন পুলিশ। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা থেকে এই নির্দেশ কার্যকর হওয়ার কথা। ওই এলাকায় হাওয়ার্ড ইউনিভার্সিটিতে নির্বাচনী রাত পর্যবেক্ষণ করবেন কমালা হ্যারিস। ওয়াশিংটন পোস্টকে দেয়া এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস বলেছে, ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে কেন্দ্রীয়, রাজ্য ও স্থানীয় অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে নিরাপত্তা রক্ষায় কাজ করছে সিক্রেট সার্ভিস। নির্বাচনের দিন নিরাপত্তার লেভেল নিশ্চিত করার জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো সুনির্দিষ্ট ইস্যুতে এসব ব্যবস্থা নেয়া হয়নি। নির্বাচনের দিনটি যাতে জনগণ নিরাপদ থাকেন সে জন্য এই ব্যবস্থা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *