হবিগঞ্জ-৪ (মাধবপুর ও চুনারুঘাট) আসনের বর্তমান এমপি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর আসনে চমক দেখিয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সবশেষ প্রাপ্ত তথ্যে অনুযায়ী ঈগল প্রতীকে তিনি পেয়েছে ১ লাখ ৭০ হাজার ভোট। অপরদিকে নৌকার প্রার্থী মাহবুব আলী পেয়েছে ৩০ হাজার ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন। তবে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয়নি।