সর্বশেষ
[glt-translator]
Home » রাজনীতি » নির্বাচন » কেন্দ্রভিত্তিক ৩ আসনের ফলাফল- দুই কেন্দ্রে শতভাগ, ২৭ কেন্দ্রে শূন্য ভোট

কেন্দ্রভিত্তিক ৩ আসনের ফলাফল- দুই কেন্দ্রে শতভাগ, ২৭ কেন্দ্রে শূন্য ভোট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ ও চট্টগ্রাম-৩ আসনের দুই কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। এছাড়া রাঙ্গামাটির আট কেন্দ্রে এবং খাগড়াছড়ির ১৯ কেন্দ্রের কোনো বাক্সে একটিও ভোট পড়েনি।
গত ৭ জানুয়ারি সারা দেশে ৪০ হাজারের বেশি কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। চারদিন পর সেই নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৯৮ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল অনুমোদনের পর নির্বাচিতদের নাম ঠিকানাসহ গেজেটও প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রাম-৩ আসনের মমতাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ৩৯৮০ ভোট রয়েছে। এরমধ্যে বৈধ ভোট পড়েছে ১ হাজার ৬২৩টি; আর বাতিল হয়েছে ২ হাজার ৩৫৭টি ভোট। এ আসনে আওয়ামী লীগের মাহফুজুর রহমান ৫৪ হাজার ৭৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. জামালউদ্দিন চৌধুরী পান ২৮ হাজার ৭০ ভোট। ৩৬.২১% ভোট পড়ে চট্টগ্রাম-৩ আসনে।
গাইবান্ধা-৪ আসনের শিবপুর ফজরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রেও শতভাগ ভোট পড়ে। এ কেন্দ্রে মোট ভোটার ২৪৫০। বৈধ ভোট পড়েছে ১ হাজার ৭৮৮টি; আর বাতিল হয়েছে ৬৬২টি।
এ আসনে নৌকার প্রার্থী মো. আবুল কালাম আজাদ ২ লাখ ১ হাজার ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গলের কাজী মো. মশিউর রহমান পেয়েছেন ৪ হাজার ৩০৮ ভোট। গাইবান্ধা-৪ আসনে ৫৪.১৩% ভোট পড়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে সারা দেশে গড়ে ৪২% ভোট পড়ার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।
ইসি কর্মকর্তারা বলছেন, শতভাগ ভোট পড়েছে যেসব কেন্দ্রে, সেখানে সব ভোট বৈধ ছিল না, কিছু ভোট বাতিল হয়েছে। ভোট কেন্দ্রে যথাযথ নিয়ম অনুসরণ না করায় বা অনিয়মের কারণে ভোট বাতিল করেন সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা।
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে দুই শতাধিক কেন্দ্রে ১০০ শতাংশ ভোট পড়ার নজির রয়েছে।
আর পার্বত্য এলাকা দুর্গম হওয়ায় এবং স্থানীয় দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলে ঝুঁকির কারণে ২৭ কেন্দ্রে কোনো ভোট পড়েনি বলে জানান ইসি কর্মকর্তারা।
খাগড়াছড়ি আসনে ১৯৬টি কেন্দ্রে ভোটার রয়েছে ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন। ৭ জানুয়ারি এ আসনে ভোট পড়েছে ৪৯.৯৯%, অর্থাৎ ২ লাখ ৫৭ হাজার ৬৫৪ জন ভোট দিয়েছেন। তবে ১৮টি কেন্দ্রে কেউ ভোট দিতেই আসেননি। খাগড়াছড়িতে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হয়েছেন এবার।
রাঙ্গামাটি আসনে ২১৩ কেন্দ্রে ভোটার ছিলেন ৪ লাখ ৭৪ হাজার ৪৫৪ জন। এ আসনে ৫৯.৬০% ভোট পড়েছে, অর্থাৎ ৪ লাখ ৭৪ হাজার ৪৫৪ জন ভোট দিয়েছেন। এ আসনে আটটি কেন্দ্রে কেউ ভোট দেননি। রাঙ্গামাটিতে নির্বাচিত হয়েছেন নৌকার দীপঙ্কর তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *