সর্বশেষ
[glt-translator]
Home » অন্যান্য » নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা বিশ্ব নেতাদের শুভেচ্ছাবার্তা

নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা বিশ্ব নেতাদের শুভেচ্ছাবার্তা

টানা তৃতীয়বার জয়ী হওয়া নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। এ খবর দিয়েছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নির্বাচনে জয় উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে অভিনন্দন। এবারের নির্বাচনটি ঐতিহাসিক ছিল, প্রায় ৬৫ কোটি ভোটার এই নির্বাচনে অংশ নিয়েছেন। এমন একটি নির্বাচন সফল করার জন্যও ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন। যুক্তরাষ্ট্র ও ভারতের ভবিষ্যৎ সম্ভাবনাময়ী উল্লেখ করে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ের ভবিষ্যৎ অসীম সম্ভাবনাপূর্ণ; আর এই সম্ভাবনার দ্বার উন্মোচনের একমাত্রা চাবিকাঠি দুই দেশের বন্ধুত্ব।

এদিকে ঋষি সুনাক মোদির সঙ্গে এক ফোনালাপে তাকে অভিনন্দন জানিয়েছেন। সুনাক বলেছেন, যুক্তরাজ্য ও ভারত সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্ব ভাগাভাগি করে নেবে। এই বন্ধুত্ব অব্যাহত রাখার কথাও জানিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ভারত বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন সম্পন্ন করেছে। এক্ষেত্রে আবারও প্রধানমন্ত্রী হওয়ায় মোদিকে অভিনন্দন জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

একই দিন নরেন্দ্র মোদিকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের জনসংযোগ বিভাগ ক্রেমলিন প্রেস এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে যে বিশেষ বন্ধুত্বপূর্ণ ও সম্ভাবনাময় কৌশলগত সম্পর্কে আবদ্ধ রয়েছে ভারত এবং রাশিয়া, তাতে সন্তুষ্ট প্রকাশ করেছেন দুই নেতা। সেই সঙ্গে তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরও বিস্তৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *