বলিউডের পরিচিত মুখ তৃপ্তি দিমরি। ২০২৩ সালের ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিম্যাল’ এর সাফল্য এখনও বেশ উপভোগ করছেন এই অভিনেত্রী। যদিও তার চরিত্রটি সিনেমায় বেশ ছোট ছিল, তবে রণবীর কাপুরের বিপরীতে ‘জোয়া’র ভূমিকায় তার উপস্থিতি দর্শকদের মনে দাগ কেটে গেছে।

এর আগেও তিনি ‘কলা’, ‘বুলবুল’ ও ‘লায়লা মজনু’-র মতো সমালোচকদের প্রশংসিত ছবিতে অভিনয় করেছেন, তবে ‘অ্যানিম্যাল’-এর পরই তিনি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

২৯ বছর বয়সী এই অভিনেত্রী শুধুমাত্র তার অভিনয় দক্ষতাই নয়, বরং তার সরলতা ও আকর্ষণীয় লুকের জন্যও ভক্তদের মন জয় করে চলেছেন। স্বাভাবিকভাবেই, এমন সময়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহও বেড়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, তার বিয়ের পরিকল্পনা ঠিক কী।

তৃপ্তি একদম স্পষ্টভাবে জানান, ‘এই মুহূর্তে আমি শুধুই নিজের ক্যারিয়ারে মন দিচ্ছি, বিয়ে এখন অনেক দূরের ব্যাপার।’ যখন তার ভবিষ্যতের জীবনসঙ্গীর কী কী গুণ থাকা প্রয়োজন তা জানতে চাওয়া হয়, তখন তিনি বলেন, ‘আমি শুধু চাই সে একজন ভালো মানুষ হোক। টাকা আর খ্যাতি তো এমনিতেই চলে আসবে।’

তিনি জানান, ‘ওটিটি প্ল্যাটফর্ম আমার ক্যারিয়ারে অনেক বড় ভূমিকা রেখেছে। অ্যানিম্যাল সিনেমার আগে পর্যন্ত ওটিটিতেই আমাকে সবাই চিনেছে, ভালোবেসেছে। এই মাধ্যম অনেকের জন্যই দরজা খুলে দিয়েছে।’

বর্তমানে তৃপ্তি দেশের অন্যতম আলোচিত এবং সবচেয়ে বেশি গুগলে সার্চ করা ব্যক্তিদের মধ্যে একজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here