বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার সম্ভাবনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর সুস্পষ্টভাবে কিছু না জানিয়ে শুধু বলেছেন, বিষয়টি বিবেচনাধীন। শনিবার পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে তিনি একথা জানিয়েছেন।
এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেকের শীর্ষ সম্মেলন হওয়ার কথা। সেই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। সেই সম্মেলনের ফাঁকে ইউনূসের সঙ্গে মোদির বৈঠকের জন্য আগ্রহ জানিয়ে বাংলাদেশ কূটনৈতিক স্তরে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিজেই সাংবাদিকদের একথা জানিয়েছেন।
বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর আট মাস হতে চললেও এখনো নরেন্দ্র মোদির সঙ্গে মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক কোনো বৈঠক হয়নি। একবার শুরুর দিকে টেলিফোনে কথা হয়েছিল। তবে গত বছরের শেষ দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে একটি বৈঠকের চেষ্টা হলেও তা বাস্তবায়িত হয়নি। এবার বিমসটেক সম্মেলনের ফাঁকে বৈঠক হবে কিনা তা নিয়ে দুই দেশেই কৌতুহল তৈরি হয়েছে।