কানাডার অটোয়ার কাছে রকল্যান্ড এলাকায় একজন ভারতীয় নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার সকালে কানাডার ভারতীয় দূতাবাস এ কথা জানিয়েছে বলে খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। দূতাবাসের মতে, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নেয়া হয়েছে। ঘটনা বিস্তারিত জানার অপেক্ষায় আছে দূতাবাস। তবে তারা জানিয়েছে ভুক্তভোগীর পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা দিচ্ছে। দূতাবাস এক পোস্টে লিখেছে, অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাঘাতে একজন ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পুলিশ জানিয়েছে, একজন সন্দেহভাজনকে হেফাজতে নেয়া হয়েছে। শোকাহত আত্মীয়দের সম্ভাব্য সকল সহায়তা দেয়ার জন্য আমরা স্থানীয় সম্প্রদায়ের একটি সংস্থার মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সকালে ক্লারেন্স-রকল্যান্ডে একজনের মৃত্যু হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, ভারতীয় দূতাবাস তাদের পোস্টে উল্লেখ করা একই ঘটনা কিনা তা এখনও স্পষ্ট নয়। সিবিসি নিউজ জানিয়েছে, অন্টারিও প্রাদেশিক পুলিশ রকল্যান্ডের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে যে, তারা এলাকায় পুলিশের উপস্থিতি বৃদ্ধির আশা করছে।