রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেট‍্যা বাজার এলাকায় গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহতরা ‘সন্ত্রাসী’। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। নিহত ও আহতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একাধিক মামলা রয়েছে।

নিহতরা হলেন, লালবাগের শহীদ নগর দুই নম্বর গলির ১৬৫ নম্বর বাসার সুলতান মিয়ার ছেলে নাদিম (৩৫) ও কামরাঙ্গীরচর আচারআলা ঘাট এলাকার সোনা মিয়ার ছেলে মাসুদ (২৯)। এ ঘটনায় আহত অন্যজন হলেন, সোহাগ (২৮)। সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই লালবাগের শহীদ নগর এলাকায় থাকতো।

কামরাঙ্গীরচর থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, ‘সিলে‍ট‍্যা বাজার এলাকায় গণপিটুনিতে তিন সন্ত্রাসী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিম ও মাসুদকে মৃত ঘোষণা করেন।’

আহত সোহাগ ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

ওসি মো. আমিরুল ইসলাম বলেন, ‘রাতে মামলার বাদিকে হুমকি-ধামকি দেয়ার সময় স্থানীয় জনতা তাদের তিনজনকে গণপিটুনি দেয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here