রাজধানীর মিরপুর কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষ হয়েছে। এতে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যান। সেখানে দুই যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় জানা যায়নি।
পথচারীরা গণমাধ্যমকে জানান, প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেল থেকে ছিটকে একজন ফ্লাইওভারের ওপর এবং অন্যজন ফ্লাইওভারের নিচে পড়ে যান।

তাদের দুজনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here