সর্বশেষ
[glt-translator]
Home » রাজনীতি » আওয়ামীলীগ » কেন্দ্র ফাঁকা, ভোটার নেই, বাইরে ভিন্ন চিত্র

কেন্দ্র ফাঁকা, ভোটার নেই, বাইরে ভিন্ন চিত্র

কেন্দ্র ফাঁকা। অধিকাংশ কক্ষেই ভোটার নেই। ভোটার উপস্থিতি হতাশাজনক। ভোটকেন্দ্রের কর্মকর্তারাও খোশগল্পে লিপ্ত। কিন্তু ভিন্ন চিত্র কেন্দ্রের বাইরে। নৌকার সমর্থকদের ভিড়। ঢাকা-৬ আসনের নৌকা প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনের আইডি ঝুলিয়ে চলছে মহড়া। টিকাটুলি মসজিদ গলির রাস্তার এ-মাথা থেকে ও-মাথায় কয়েক শত নেতাকর্মীকে মহড়া দিতে দেখা গেছে।
এখানকার কে এম দাশ লেন, অভয় দাশ লেনের কামরুননেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রের সামনে এমন চিত্র দেখা গেছে।
অভয় দাশ লেনের সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রে সকাল ১০টায় ঢুকে দেখা যায় ভোটার নেই, কেন্দ্র ফাঁকা। এ কেন্দ্রে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে প্রথম দু ঘন্টায় ভোট পড়েছে মাত্র ৮৬টি। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৭৮৬ জন।
পাশের কামরুননেসা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত মোট ভোট পড়েছে ২৫০টি। এই কেন্দ্রের মোট ভোটার রয়েছে ৩৩০০জন।
ভোট দিতে আসা নৌকা সমর্থকদের অনেকেই হতাশার সুরে জানালেন, দলের স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়হীনতার কারণেই তাদেরও অনেকেই এখনও ভোটকেন্দ্রে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *