গাজা উপত্যকায় অতর্কিত বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। মঙ্গলবার ভোরে উপত্যকাটির একাধিক স্থানে একযোগে ওই হামলা চালিয়েছে দেশটি। এতে কমপক্ষে ৩৩০ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল দেকরানের বরাতে খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলাপ আলোচনার মধ্যেই এমন পৈশাচিক হামলা চালালো ইসরাইল। গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল বালাহ, খান ইউনিস এবং রাফাসহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার চালিয়েছে তারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, নিহতদের অনেকেই শিশু। এই হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তারা স্বীকার করেছে যে একাধিক জায়গায় তারা হামলা চালিয়েছে। প্রয়োজন মতো হামলা চলবে এবং এটা শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছে ইসরাইল ডিফেন্স ফোর্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here