জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। তবে রেজাল্ট প্রকাশিত হয়েছে শুধুমাত্র ‘ই’ ইউনিটের। অন্যান্য ইউনিটের ফলাফল প্রকাশ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই সব ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) এর পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৪ ফেব্রুয়ারি এবং ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল, দ্রুত ফল প্রকাশ করা হবে, কিন্তু এক মাস পেরিয়ে গেলেও ফলাফল এখনও প্রকাশিত হয়নি।
এছাড়াও ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) এর পরীক্ষা।
ফলাফল প্রকাশ নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আগামীকাল ইউনিটগুলোর সঙ্গে মিটিং ডাকা হয়েছে। তবে কালই প্রকাশ হবে, এমন নিশ্চয়তা দিতে পারছি না। আশা করছি, এই সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হবে।’