শক্তির বিচারে বিশ্ব ক্রিকেটে জিম্বাবুয়ে অনেকখানি পিছিয়ে। তবে প্রতিপক্ষকে ছোটো বা দুর্বল হিসেবে দেখতে নারাজ বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলছেন, তাদের কাছে সব প্রতিপক্ষই সমান।

প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতোই জিম্বাবুয়েকেও একই কাতারে রাখতে চান শান্ত।

শান্ত বলেছেন, কোনো দলই ছোট নয়, আমি বারবারই বলছি। ক্রিকেটাররাও এমন কিছু চিন্তা করছে না। আশা করব, সাধারণ মানুষ বা মিডিয়াও এভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। আমরা যেন ভাগাভাগি না করি যে, জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা… প্রতিটি ম্যাচকে যেন একটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে চিন্তা করি।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হবে। প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ নিয়ে শান্ত বলেছেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে। এ সিরিজেও অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। ভিন্ন কোনো চিন্তা থাকবে না। একটা বড় দলের সঙ্গে খেলার সময় যেই চিন্তাভাবনা বা চাপ থাকে, সেটাই থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিভাবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ম্যাচটা শুরু করতে পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here