ভয়েস অফ আমেরিকা (ভিওএ) এবং রেডিও ফ্রি এশিয়ার অর্থায়ন বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছে চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র গ্লোবাল টাইমস। ট্রাম্পের রোশানলে পড়া গণমাধ্যমগুলো বরাবরই কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিল। যা বন্ধ করে দেয়ায় ট্রাম্পকে স্বাগত জানালো চীনের ওই পত্রিকা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ট্রাম্পের ওই সিদ্ধান্ত সাংবাদিক সহ হাজার হাজার মিডিয়াকর্মীর ওপর প্রভাব ফেলবে। গত সপ্তাহের শুক্রবার ট্রাম্পের নির্বাহী আদেশের পর থেকে শুধুমাত্র ভয়েস অফ আমেরিকারই এক হাজার ৩০০ কর্মীকে বেতনসহ ছুটিতে পাঠানো হয়েছে।
সমালোচকরা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে গণতন্ত্রের জন্য বড় ধাক্কা হিসেবে অভিহিত করেছেন। কিন্তু বেইজিংয়ের রাষ্ট্রীয় সংবাদপত্র কড়া সমালোচনা করে ভিওএ এর নিন্দা করেছে। বলেছে, এখন নিজের সরকার দ্বারাই ‘নোংরা কাপড়ের মতো নিক্ষিপ্ত হয়েছে’।
এদিকে ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছে হোয়াইট হাউস। বলেছে, এই পদক্ষেপ নিশ্চিত করবে যে করদাতারা আর উগ্র প্রচারণার ফাঁদে পা দেবে না। ট্রাম্পের পরিকল্পনা হচ্ছে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (ইউএজিএম) ব্যয় কমানো। কংগ্রেস সমর্থিত এই সংস্থাটির মাধ্যমে ভয়েস অফ আমেরিকা, রেডিও ফ্রি এশিয়া এবং রেডিও ফ্রি ইউরোপের মতো গণমাধ্যমগুলোকে সরাসরি অর্থায়ন করে ইউএজিএম।