ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে একান্তে বৈঠক করেছেন বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, তাদের মধ্যে ভূ-কৌশলগত বিষয়ে কথা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে সামরিক বোঝাপড়া এবং যৌথ স্বার্থে কাজ করার বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথা হয়। তবে ঢাকার ভারতীয় হাই কমিশনারের দিল্লি এসে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতিতে এই বৈঠক বাড়তি মাত্রা যোগ করেছে। সেনাপ্রধান দ্বিবেদী সম্প্রতি এক অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের ভালো যোগাযোগ রয়েছে। দু-পক্ষই একে অপরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করছে।

সূত্র : টিবিএস নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here