দৈনিক যায়যায়দিন পত্রিকা ফিরে পেলেন শফিক রেহমান। মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসন কার্যালয় থেকে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে দৈনিক যায়যায়দিন-এর ডিক্লেয়ারেশন দেয়া হয়।
এর আগে গত ১২ মার্চ সাঈদ হোসেন চৌধুরীর নামে থাকা পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিল করেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদ।
উল্লেখ্য, ২০০৭ সালে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের চাপে যায়যায়দিন পত্রিকা ছাড়তে বাধ্য হন শফিক রেহমান।