বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে দেশের মাটিতে প্রথমবারের মতো মাঠে নেমেই স্বপ্নের মতো শুরু করলেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অভিষেকেই গোল করে নজর কাড়লেন এই ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার।

মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পান হামজা। জামাল ভূঁইয়ার কর্নার কিক থেকে হেডে বল জালে পাঠান তিনি, যা বাংলাদেশের হয়ে তার প্রথম গোল।

 

হামজার গোলে ১-০ তে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণও নেয় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় ভুটানের রক্ষণভাগকে চাপে রাখে জামাল-হামজারা।

এর আগে গত মার্চে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয়েছিল হামজার। তবে সেটি ছিল প্রতিপক্ষের মাঠে। দেশের দর্শকদের সামনে এই প্রথমবারের মতো খেললেন তিনি। আর গোল করে জানান দিলেন নিজের উপস্থিতি।

এই ম্যাচেই অভিষেক হয়েছে ইতালি প্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামেরও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here