ইয়েমেনে মার্কিন হামলার খবর আগে থেকেই জেনে যান এক সাংবাদিক। তার দাবি তাকে যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে একটি গোপন আলোচনার চ্যাট গ্রুপে যুক্ত করা হয় তাকে। যার ফলে তিনি ওই গ্রুপ থেকে ইয়েমেনে ট্রাম্প প্রশাসনের হামলার পরিকল্পনা আগে থেকেই জেনে যান। ওই সাংবাদিক দ্য আটলান্টিক নামের একটি মার্কিন ম্যাগাজিনের সম্পাদক। তার নাম জেফরি গোল্ডবার্গ। এ বিষয়ে আটলান্টিকে সংবাদ প্রকাশ হওয়ার পর ভুল স্বীকার করেছে হোয়াইট হাউস। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, এই ঘটনা ট্রাম্প প্রশাসনের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। কেননা মার্কিন সামরিক বিষয় গোপন রাখা যেকোনো দেশের নিরাপত্তার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া ওই গ্রুপে ভুলবশত তারা এক সাংবাদিককে যুক্ত করে বিষয়টি আরও উদ্বেগের করে তুলেছেন বলে অভিযোগ ডেমোক্রেটদের।

ম্যাগাজিনটির প্রধান সম্পাদক সোমবার রাতে তার ওয়েবসাইটের এক পোস্টে লিখেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের একটি চ্যাটিং গ্রুপে তাকে অসাবধানতাবশত যুক্ত করা হয়েছে। গ্রুপটিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, সিআইএ প্রধান জন র‌্যাটক্লিফ, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যুক্ত ছিলেন। বিবিসির কাছে চ্যাট গ্রুপে সাংবাদিককে যুক্ত করাটা যে উদ্বেগের- তা স্বীকার করেছেন জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র।

গোল্ডবার্গ বলেন, ওই গ্রুপে ইয়েমেনে মার্কিন হামলা সম্পর্কে নীতিগত যুক্তি তর্ক এবং অভিযান সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। এমন কথা বলা হয়েছে যাতে ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। ১৫ মার্চ ইয়েমেনের হুথিদের লক্ষ্য করে হামলা চালানোর কয়েক মিনিট পরেই ওয়াল্টজ গ্রুপটিতে লিখেছেন, আসাধারণ কাজ হয়েছে। তিনি মার্কিন পতাকা, মুষ্টি এবং আগুনের ইমোজি ব্যবহার করেন। গ্রুপটিতে থাকা অন্যান্য কর্মকর্তারাও মার্কিন হামলাকে অভিনন্দন জানান। তবে সোমবার এ বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর হোয়াইট হাউসের এই উদযাপনে ভাটা লাগতে পারে বলে উল্লেখ করেছে বিবিসি। কেননা জাতীয় প্রতিরক্ষা আলোচনায় অসাবধানতাবশত বহিরাগত কাউকে যুক্ত করা ট্রাম্প প্রশাসনের অপারেশনাল নিরাপত্তার এক বিস্ময়কর ব্যর্থতার প্রতিনিধিত্ব করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here