সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি উন্নতি করেছে পেস ইউনিট। তাসকিন-নাহিদ রানারা এখন বিশ্ব ক্রিকেটেই অন্যতম সেরা। এবার সেই তাদেরকেই আরও পরিণত করতে পাকিস্তানের সাবেক পেসার উমর গুলকে কোচ করার কথা ভাবছে বিসিবি। ক্রিকেট পাকিস্তান তাদের সূত্রের বারত দিয়ে এমন একটি প্রতিবেদন করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বোলিং কোচের জন্য বেশ কয়েকজনের মধ্যে উমর গুলকে বিবেচনা করছে বিসিবি। কেননা, বর্তমান বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে নিয়ে সন্তুষ্ট নয় বিসিবি। যে কারণে তাকে প্রতিস্থাপনের চেষ্টা করে যাচ্ছে বিসিবি।

সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার উমর গুল এই পদের জন্য অত্যন্ত শক্তিশালী প্রার্থী। এছাড়াও বিসিবি পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটকেও ভাবনায় রেখেছে।

পেসারদের বর্তমান কোচ আন্দ্রে অ্যাডামসকে প্রতিস্থাপনের কারণ হিসেবে জানা গেছে, বিসিবি বর্তমান বোলিং কোচ অ্যাডামসের পারফরম্যান্সে সন্তুষ্ট নয়। নিউজিল্যান্ডের সাবেক এই পেসার ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন। তার সঙ্গে নতুন করে আর চুক্তিতে যেতে আগ্রহী নয় বিসিবি। যে কারণে নতুন পেস বোলিং কোচ খুঁজছে বিসিবি। আর এখানে বিবেচনা করা হচ্ছে গুলকে।

উমর গুলের পাকিস্তানের হয়ে ৪৭টি টেস্ট ১৩০টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে তার উইকেট সংখ্যা যথাক্রমে ১৬৩, ১৭৯ ও ৮৫টি। ক্রিকেটের পাঠ চুকিয়ে কোচিংয়ে এসেছেন তিনি। এরই মধ্যে পাকিস্তান জাতীয় দলকে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও আফগানিস্তানের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here