নিজ গ্রাম কুমিল্লা দাউদকান্দি উপজেলার গয়েশপুরে বাবা-মা ও দাদা-দাদীর কবর জিয়ারত শেষে বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কুমিল্লা ১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের বিএনপির প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ড. মোশাররফ নেতাকর্মীদের সঙ্গে মেঘনা উপজেলার ভাটেরচর, লুটেরচর, ভাওরখোলা, কদমতলা, মোহাম্মদপুর, ওমরাকান্দা, বড়কান্দা, কান্দারগাঁও, তুলাতলী, রতনপুর, চন্দনপুর, জয়পুর, মানিকারচর, মুগারচর, লক্ষণখোলা ও রাধানগরসহ কমপক্ষে ১৮টি স্থানে গণসংযোগ করেছেন।

 

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষের দল যখনই ক্ষমতায় ছিল, দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাত সমৃদ্ধ ছিল। মানুষ নিরাপদে সুখে-শান্তিতে জীবনযাপন করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশটিকে ধ্বংস করে পালিয়ে গেছে। আগামীতে উন্নত, সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আমি সর্বস্তরের ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানাই।’

পথসভাগুলোতে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

মেঘনায় গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রমিজউদ্দিন লন্ডনী, মিজানুর রহমান, প্রফেসর শহীদউল্লাহ, দিলারা শিরীন, শাহাবউদ্দিন, জালালউদ্দিন, আতাউর রহমান, সালাহউদ্দিন সরকার, নূর মোহাম্মদ সেলিম সরকার, পিটার চৌধুরী, আবদুল মতিন, আতাউর রহমান ভুইয়া, এডভোকেট সাইফুদ্দিন রতন, ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, রোমান খন্দকার, মাহবুবা আক্তার, এবং ছাত্রদলের সোলায়মান ও জাকির হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here